হোম > সারা দেশ > ঢাকা

প্যাকেজিং ম্যাটারিয়ালে পরিপূর্ণ ছিল আর কে টাওয়ার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। 

জিল্লুর রহমান বলেন, রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারে দুপুর ১২টা ১০-এ আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুন ছড়িয়ে পড়লে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ভবনটির ভেতরে বিভিন্ন অফিস রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্যাকেট তৈরি ও মজুত করা ছিল। ফলে আগুন দ্রুত ছড়ায়। 

ভবনের সামনে তারের জঞ্জালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, ‘ভবনটির সামনে তারের জঞ্জাল তৈরির কারণে আমরা কাজ করতে পারছিলাম না। এমনকি ওপরে আটকে পড়া মানুষদের নামিয়ে আনতে পারছিলাম না। রাডার ব্যবহার করতেও সমস্যা হচ্ছিল। কারণ রাডার ব্যবহার করতে যে জায়গা লাগে, তেমন জায়গা এখানে নেই।’ 

আগুনের ঘটনায় আহত বা নিহত আছে কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। এমনকি নিখোঁজ আছে এমন কোনো নামও আমরা পাইনি।’ 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ভবনটির যে রুমে আগুন লেগেছে সেই রুম সম্পূর্ণ প্যাকেজিং ম্যাটেরিয়াল দ্বারা পরিপূর্ণ ছিল।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ