হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে পূর্ব বাসাবো এলাকায় থাকতেন। ঢাকার পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন তিনি।

নিহত রুহুল আমিনের ছেলে মো. শাকিল জানান, তাঁর বাবা কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মতিঝিলে রাস্তা পার হওয়ার সময় ৬ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পথচারী ও পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. শাকিল আরও বলেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেছেন।

আজ বুধবার আজকের পত্রিকাকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় বাসটির চালক মোহন ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে