হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি

আজ সকাল ১০টায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বড় বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা। আজ শনিবার সকাল ১০টায় বড় বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময়ে বড় বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে। না দিলে হামলা ও মারধরের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসব সন্ত্রাসীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। যদি দুই দিনের মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে সময়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে একটি বাঁশ ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা।

নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ