হোম > সারা দেশ > ঢাকা

নিহত কবিরের পরিবারকে সহায়তা দিতে ডিএনসিসির অফিস আদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় নিহত আহসান কবির খানের পরিবারকে সহায়তা দেবে ডিএনসিসি। মৃত্যুর প্রায় ছয় মাস পর অবশেষে কবিরের দুই সন্তানের পড়ালেখা (মাস্টার্স/সমমানের ডিগ্রি) শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে অফিস আদেশও দেওয়া হয়েছে। 

রোববার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশ বলা হয়, আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তাঁর সন্তানদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে সন্তানদের মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে ২৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া আহসান কবির খানের স্ত্রী নাদিরা পারভিনের অনুকূলে আর্থিক অনুদান ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। এই অনুদান ২৫ নভেম্বর ২০২১ হতে কার্যকর করা হয়।

গত বছরের ২৫ নভেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়িচাপায় নিহত হন সংবাদকর্মী আহসান কবির খান। দুর্ঘটনার পর অসহায় পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। তবে দুর্ঘটনার প্রায় দুই মাসেও কবিরের পরিবারকে কোনো সহযোগিতা না করায় গত ২৩ জানুয়ারি আজকের পত্রিকায় ‘কবিরের পরিবার পেল শুধু কথা ও প্রতিশ্রুতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এ বিষয়ে কবির খানের স্ত্রী নাদিরা পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটির মৃত্যুতে আমরা অসহায় জীবন-যাপন করছি। সিটি করপোরেশন প্রথম দিকে এগিয়ে না এলেও এখন প্রতি মাসে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের পরিবারের জন্য সহায়ক হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১