হোম > সারা দেশ > ঢাকা

এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন খালেদা জিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার ১১টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠেন খালেদা জিয়া। ছবি: স্ক্রিনশট

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন। রাত ১১টা ১০ মিনিটে তিনি উড়োজাহাজে ওঠেন।

বিমানবন্দরে উপস্থিত নেতারা উড়োজাহাজের সামনে থেকে খালেদা জিয়াকে বিদায় জানান।

এর আগে আজ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।

রাত সোয়া ৮টায় গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন। লন্ডনে পৌঁছেই খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন।

চেয়ারপারসনকে বিদায় জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। ছবি: আজকের পত্রিকা

ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তাঁর বাসভবন ও আশপাশে বিএনপি, এর অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

ছবি: আজকের পত্রিকা

এদিকে সন্ধ্যায় গুলশানে ফিরোজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যান। ৬টার দিকে একটি গাড়িতে করে বিএনপির চেয়ারপারসনের একটি লাগেজ বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

ছবি: আজকের পত্রিকা

এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, এপিবিএন, আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিমানবন্দরের পুরো এলাকায় অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের চলাচলের বেশ কিছু জায়গায় তাদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল