হোম > সারা দেশ > ঢাকা

ফুল দিয়ে নবীনদের বরণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘নব্যপ্রভা’ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব ক্লাব ডি আই ইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে সাভারের আশুলিয়া ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া ল্যাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আফসানা মিমি ও লাহিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যয়নরত শিক্ষার্থী এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সাংবাদিকতা বিভাগে স্বাগত। আপনারা উচ্চশিক্ষায় সাংবাদিকতা বিভাগ নির্ধারণ করেছেন, এটা নিশ্চয়ই একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ সাংবাদিকতা বিভাগ একটি সৃজনশীল বিভাগ। যেখানে নিজের ভেতরে থাকা প্রতিভা প্রকাশ করার জন্য অনেক বেশি সুযোগ রয়েছে।’ 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চার বছর নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন, দেশ ও জাতির জন্য নিজেকে তৈরি করবেন। আপনাদের যেকোনো ভালো কাজ এবং দক্ষতা উন্নয়নে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’ 

এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের পরিচালক এস এম আব্দুর রাজ্জাক, প্রভাষক জাহিদুল ইসলাম জুবায়ের, ইহা অবাপ্তি, সাবহা বিনতে জাকির তুর্ণা, মেহেরাবুল হক রাফি, শিক্ষক সহকারী আবু নওফেল সাজিদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সামিউল ইসলাম।

আলোচনা পর্ব শেষে নবীন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নব্যপ্রভার সমাপ্তি হয়।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট