হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কদমতলিতে বাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলির শনিরআখড়ায় একটি বহুতল বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আল-আমিন হোসেন রাজু (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত রাজু চাঁদপুর জেলার কচুয়া থানার জামাল হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে শনির আখড়া সৃষ্টিধারা আবাসিক এলাকার ২ নম্বর রোডের ৩৭ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। এক ভাই দুই বোনের মধ্যে রাজু ছিল দ্বিতীয়। 

মৃত রাজুর খালু আনোয়ার হোসেন জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল রাজু। কিছুটা শারীরিক প্রতিবন্ধকতা ছিল তাঁর। আজ শুক্রবার সন্ধ্যার পর সে একাই ছয় তলা বাড়ির ছাদে যান। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার হীরা জানান, তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি ওই শিক্ষার্থী ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির