হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর অভিযান, ৮১ গাড়ির বিরুদ্ধে মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় ৮১টি গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার মামলা, ৯টি মোটরসাইকেল জব্দ এবং ৫ জন বাইকারকে আটক করা হয়েছে।

খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কের চেকপোস্ট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও থানা-পুলিশ এই যৌথ অভিযান চালায়। 

আজ বৃহস্পতিবার বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৩০০ ফিটে অভিযান চালিয়ে দুই ঘণ্টায় ১ লাখ ৪১ হাজার টাকার মামলা দিয়েছি। এ সময় ৯টি গাড়ি জব্দ ও পাঁচজন বাইকারকে আটক করে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ওই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের আটক করা হয়েছে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী পাঁচজন বাইকারকে আটক ও ৯টি গাড়ি জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে কাগজপত্র ঠিক থাকায় দুজন বাইকারকে তারা ছেড়ে দেওয়ার জন্য বললে, তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি তিনজন বাইকার ও ৯টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ