হোম > সারা দেশ > ঢাকা

কাঠগড়ায় হাউমাউ করে কাঁদলেন হাজি সেলিম, করতে পারলেন না স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিম। আজ সোমবার এক শিক্ষার্থী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বেলা ৩টা ৩৫ মিনিটে আদালতে হাজির করার পর এজলাসে আসামিদের কাঠগড়ায় রাখা হয় হাজি সেলিমকে। তাঁর হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

কাঠগড়ায় ওঠানোর পরেই তিনি কাঁদতে শুরু করেন। একপর্যায়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। মাঝেমধ্যে মুখ ঢেকে রাখেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, তিনি খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় জড়িত। তখন তিনি হাত নেড়ে অস্বীকার করেন। ইশারায় তিনি জানান, তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন।

একসময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, হাজি সেলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান করেছেন। তখনো তিনি হাত নেড়ে অস্বীকার করেন।

শুনানির আগে আইনজীবী নিয়োগের জন্য হাজি সেলিমকে ওকালতনামায় স্বাক্ষর করার অনুমতি দেন আইনজীবী প্রাণনাথ। তাঁকে স্বাক্ষর করতে বললে তিনি স্বাক্ষর করতে পারেন না। তাঁর হাত অচল বলে তিনি ইশারায় জানান। এরপর আইনজীবী তাঁর টিপসই নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রোববার দিবাগত রাতে হাজি সেলিমকে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অ্যাডভোকেট প্রাণনাথ আজকের পত্রিকাকে বলেন, হাজি সেলিম বাক্‌প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না। তাঁর হাত অচল। লিখতে পারেন না। এসব কথা আদালতকে বলা হয়েছে। তারপরও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না