হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্যবসায়ীর দাড়ি ধরে টানাটানি, ভিডিও শেয়ার দিয়ে যা বললেন সারজিস

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

ভিডিও থেকে নেওয়া ফুটেজ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে কথা-কাটাকাটির জেরে এক কম্পিউটার ব্যবসায়ীকে দাড়ি ধরে টেনে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক (৩৫) ঘিওরের বাসস্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের’ স্বত্বাধিকারী। অভিযুক্ত নাসিম ভূঁইয়া পার্শ্ববর্তী ঘিওর বাজারের টিন ব্যবসায়ী।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে আলী আজম মানিককে দাড়ি ধরে টানাটানি ও কিল-ঘুষি মারছেন নাসিম ভূঁইয়া। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার দিয়ে সারজিস লেখেন, ‘যত পরিচয়ই থাকুক না কেন, এই নরপশুর শাস্তি নিশ্চিত করতে হবে।’

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘিওর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মানিক।

অভিযোগে তিনি জানান, গতকাল রাত ৯টার দিকে নাসিম ভূঁইয়া একটি কাজ নিয়ে তাঁর দোকানে আসেন। তখন তিনি অন্য এক কাস্টমারের কাজ করছিলেন। এ সময় একটু অপেক্ষা করতে বললে নাসিম ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল, দাড়ি ধরে টানাটানি ও কিল-ঘুষি মারতে থাকেন।

মানিক জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন এবং নাসিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত নাসিম ভূঁইয়া বলেন, ‘আমি একটি জমির নামজারির আবেদন নিয়ে দোকানে যাই। সে প্রথমে আমাকে সন্ধ্যায় আসতে বলে। পরে গেলে নানা অজুহাতে ঘোরাতে থাকে এবং শেষে কাজ না করার কথা জানায়। আমি চলে আসছিলাম, তখন সে আমাকে গালি দিলে আমি তাকে কিল-ঘুষি মারি।’ তবে দাড়ি ধরে টানার অভিযোগ অস্বীকার করেন তিনি।

দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বিএনপি করি, তবে কোনো পদে নেই। রাজনৈতিক প্রভাব খাটানোর প্রশ্নই আসে না।’

আলী আজম মানিক বলেন, ‘নাসিম প্রায়ই আমার দোকান থেকে কাজ করিয়ে টাকা না দিয়ে চলে যান। গতকালও তিনি কাজের জন্য চাপ দেন। আমি ব্যস্ত থাকায় সময় চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি দেন, দাড়ি ধরে টানেন ও মারধর করেন। এমনকি আমাকে হত্যার হুমকিও দেন।’

মানিক বলেন, ‘আমি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। এই ঘটনার উপযুক্ত বিচার চাই।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আলী আজম মানিক একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর পড়ুন:

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন