হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইলে জড়ো হয়েছেন জবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, জুমার পর গণ-অনশন

জবি প্রতিনিধি 

কাকরাইলে সমাবেশে জবির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

টানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চার দফা দাবিতে আজ সমাবেশ চলছে। এ সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের পাশের মোড়ে এই সমাবেশ শুরু হয়।

সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা আপসহীন। আগেও অধিকার আদায়ে সংগ্রাম করা হয়েছে, এখনো হচ্ছে। কোনো পার্থক্য নাই। শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।’

কাকরাইলে সমাবেশে জবির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম বলেন, ‘দেশের সব থেকে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এই দ্বিচারিতা আর মেনে নিব না অনেক হয়েছে। আমি প্রধান উপদেষ্টাকে বলব, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন। জুলাই-আগস্ট আন্দোলন করলাম আমরা বৈষম্য দূর করার জন্য কিন্তু আজ দেখি আমাদের ওপরেই বৈষম্য। এ কেমন বিচার।’

তিনি আরও বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হিসেবে নয়, আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই মৌলিক অধিকার আদায় করতে চলে এসেছি।’

কাকরাইলে সমাবেশে জবির শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘এ দেশের প্রত্যেকটা নাগরিক তাঁদের অধিকার প্রত্যাশা করেন। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি-ধমকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।’

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাব না। তবে আমাদের এই আন্দোলনকে কেউ যদি ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাঁকে ছাড় দেওয়া হবে না। এখানে যারা দাবি নিয়ে এসেছে তারা সবাই জুলাই-এর যোদ্ধা।’  

আজ শুক্রবার বাদ জুমা গণ অনশনে বসার কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে