হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে এসি বিস্ফোরণে অফিস সহায়কের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক

বিয়াম ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বিয়াম ফাউন্ডেশন ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে অফিস সহায়কের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরেকজন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মারা যাওয়া আবদুল মালেক খান (৪০) ওই ভবনের প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ফারুক (৪০) ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। তাঁরা দুজনই কয়েক বছর ধরে সেখানেই থাকতেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ফারুকের চিকিৎসা চলছে। তাঁর শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

মৃত আবদুল মালেকের ছোট ভাই সোহেল খান বলেন, তাঁর ভাই প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর কক্ষে ঘুমান। গত রাতে ৫০৭ নম্বর কক্ষে ফারুকের সঙ্গে ঘুমিয়েছিলেন। ভবনটির কার্নিশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে সেই কক্ষেই ফারুককে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে বলে জানান তিনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘গুরুতর অবস্থায় আবদুল মালেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর ফারুককে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার