হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাবিকে হত্যা, আদালতে দেবরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

রাকিব। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালের জন্য ভাবি শোভা বেগমকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর রাকিব (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২২ জুন) দুপুরে তাঁকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করা হলে বিচারক রাহুল দে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই পরিদর্শক সুখেন্দু বসু বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডটি ঘটে গত শুক্রবার সকালে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়। নিহত শোভা বেগম ওই এলাকার সালাম মিয়ার স্ত্রী। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে দেবর রাকিব তাঁর অংশের গাছটি কেটে ফেলেন।

শুক্রবার সকালে শোভা অপর গাছ থেকে কাঁঠাল নিয়েছিলেন। এ সময় রাকিব এসে ওই গাছ নিজের মালিকানা দাবি করেন। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। পরে রাকিব ঘরে গিয়ে ধারালো ছুরি এনে শোভাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই রাকিব পালিয়ে যান।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল