হোম > সারা দেশ > কুমিল্লা

ইকবালসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এই আদেশ দেন। 

এর আগে শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এ সময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত ইকবালসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাঁদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়েছে। সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। 

গত ১৩ অক্টোবর নানুয়াদীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এঘটনার নেপথ্যে কারা জড়িত তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। 

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার