কক্সবাজারে করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৪ জন। জেলায় এ পর্যন্ত ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৩০ দশমিক ১২ শতাংশ।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৮০ দশমিক ১৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৬৫৭ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৪৯৪ জন।