হোম > সারা দেশ > কক্সবাজার

বাড়িতে চুরি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী কিশোরীর বাবা অজ্ঞাত পরিচয়ের চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। 

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ বাবুল (২৮)। তিনি বাবুল উপজেলা কাকারা বার আউলিয়া নগর গ্রামের ইসমাইলের ছেলে। তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ বলছে, কিশোরী একা ঘরে ঘুমিয়ে ছিল। অন্য ঘরে তার মা-বাবা ঘুমাচ্ছিলেন। গভীর রাতে ৪ জন মুখোশধারী অজ্ঞাত লোক তাঁদের ঘরে ঢোকে। অজ্ঞাত চোর বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকা চুরি করে। চুরি করে চলে যাওয়ার সময় এক রুমে বাবা-মাকে আটকে রেখে, অন্য ঘরে কিশোরীকে ধর্ষণ করে একজন। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এক বাড়িতে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি চুরি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা রুজু করা হয়। এ ঘটনা জড়িত সন্দেহে বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা