কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ও কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কক্সবাজার পুলিশ ইকবাল নামের একজনকে গ্রেপ্তার করেছে। তবে এই ইকবাল সেই ইকবাল কি-না তা এখনো নিশ্চিত নয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কুমিল্লায় আনার জন্য টিম পাঠানো হচ্ছে। বিস্তারিত সকালে জানানো হবে।
অন্যদিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, ইকবালকে কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তাঁকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার জন্য ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে ।