হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে হাফেজ সাইফুল ইসলাম (৪২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ইসলামনগর এলাকার বাদশারবাটা গ্রামে এই ঘটনা ঘটে। আজ সকাল ৭টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। সাইফুল ইসলাম কৈয়ারবিল ইসলামনগর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। 

পুলিশ, বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া স্টেশনে গতকাল রোববার রাতে স্থানীয় লোকজনের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখেন সাইফুল। খেলার দেখার পর বাড়ি ফেরেননি তিনি। আজ সকালে ইসলামনগর এলাকার বাদশারবাটা গ্রামে সাইফুলের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। তাঁর শরীরে হাতির পায়ে পিষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। গতকাল রাতের যেকোনো সময় বন্য হাতি তাঁর ওপর আক্রমণ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘হাতির আক্রমণে সাইফুল নামের একজন ব্যক্তি মারা গেছেন। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে তাঁর পরিবার ক্ষতিপূরণ পাবেন।’ 

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা