হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বান্দরবান জেলার লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের মো. আরমান শাকিল (২৪) ও খুরপাইনঝিরি গ্রামের মো. ইসমাইল ছিদ্দিকী (৩৫)। মো. আরমান শাকিল ছিলেন মোটরসাইকেলটির চালক।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।

ওসি ইমন কান্তি চৌধুরী আরও বলেন, ‘বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়েছেন। নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে আরমান শাকিল ও ইসমাইল ছিদ্দিকী চকরিয়া থেকে লামার ফাইতংয়ে যাচ্ছিলেন। পথে লামা উপজেলার আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌঁছালে গ্রীনলাইন পরিবহনের কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী