হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের ৩ বছর পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তাঁরা।

বাংলাদেশি নাগরিকেরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত অতিক্রম দিয়ে ভারতে প্রবেশের পর ওই ৫ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাঁদের রাখা হয়।  পরে বাংলাদেশে তাঁদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। 

আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় ফেরত আসাদের গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, এস এম আসাদুজ্জামান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ ভারত ফেরত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। 

পরে ওই ৫ জনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য