হোম > সারা দেশ > নোয়াখালী

লরির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণ, গ্যারেজের কর্মীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির খোলা চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরে ছিটকে পড়ে মো. ফাহাদ (২০) নামের এক গ্যারেজকর্মী নিহত হন। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে এ বিস্ফোরণের দৃশ্যটি দেখা যায়।

নিহত ফাহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার কাশীপুর এলাকার বেলাল হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ জুলাই সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকার ‘পারভেজ মোটর ওয়ার্কশপ’ নামের এক গ্যারেজে লরির চাকায় হাওয়া দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

১ মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির খোলা চাকায় হাওয়া দেওয়ার কাজ করছিলেন গ্যারেজের কর্মী ফাহাদ। কিছুক্ষণ হাওয়া দেওয়ার পর ফাহাদ চাকা থেকে হাওয়ার সংযোগ-পাইপ খুলতে গেলেই বিকট শব্দে চাকাটি বিস্ফোরিত হয়। এতে চাকাসহ ফাহাদ ১০ ফুট দূরে ছিটকে পড়েন। ঘটনার পরপরই লরিচালক ও গ্যারেজের অন্য কর্মীরা ছুটে এসে ফাহাদের নিথর লাশ উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় আজ বুধবার সকালে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত