হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গ্রাহকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া শাখা জনতা ব্যাংক কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, মো. জাবেদ হোসেন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনজন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে পাঠান। বিষয়টি নজরে আসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে ওসি আবুল বাসার বলেন, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণ দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য