হোম > সারা দেশ > চাঁদপুর

নেই বিএসটিআইয়ের সনদ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

হাজীগঞ্জে একটি জ্বালানি স্টেশন ও বেকারি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএসটিআইয়ের সনদ ছাড়া জ্বালানি তেল বিক্রি ও বেকারি পণ্য তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ জুলাই) দুপুরে হাজীগঞ্জে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল ও পরিদর্শক (মেট) মো. হাফিজুর রহমান। আজ সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিগচাইল হাজীগঞ্জ ফিলিং স্টেশনে ব্যবহৃত ডিসপেনসিং ইউনিটগুলোর অনুকূলে বিএসটিআই থেকে হালনাগাদ ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিএসটিআইয়ের মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির অপরাধে উত্তর রাঁয়চো বাজারে রহমান বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানাটিতে বিপুল নোংরা ও বাসি বিস্কুট ও ব্রেড ধ্বংস করা হয়।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল