হোম > সারা দেশ > চট্টগ্রাম

বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির ২ নেতার হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল ৪টায় নগরের নাসিমন ভবনের সামনে সমাবেশে এই ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে নাজিমুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হলে তিনি বক্তব্য দেবেন না বলে জানান। এরপর যুগ্ম আহ্বায়ক কাজী বেলালকেও বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হয়। কিন্তু তিনিও সমাবেশে বক্তব্য দিতে রাজি হননি। পরে আব্দুস সাত্তারকে বক্তব্য দেওয়ার আহ্বান করলে তিনি রাজি হন। এ সময় মাইকের বুম হাতে নিয়ে বক্তব্য দিতে গেলে নাজিমুর রহমান তাঁর হাত থেকে বুম কেড়ে নেন। আব্দুস সাত্তার বক্তব্য দিতে পারবেন না বলে জানান নাজিমুর রহমান। তারপরও আব্দুস সাত্তার বক্তব্য দিতে চাইলে তাঁকে চেয়ার নিয়ে মারতে তেড়ে যান নাজিমুর রহমান। 

এ ঘটনার জেরে দুই নেতার অনুসারীরা চেয়ার ছোড়া ছুঁড়িতে লিপ্ত হন। পরে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

জানতে চাইলে ডা. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুস সাত্তারকে বক্তব্য দিতে বাধা দেওয়ায় নেতা-কর্মীরা একটু উত্তেজিত হন। পরে আমাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি।’

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। ভেতরের সমাবেশে কী হয়েছে, সেটি জানি না।’ 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল