হোম > সারা দেশ > কুমিল্লা

বিদেশি পিস্তল-গুলিসহ কুমিল্লায় যুবক গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বিদেশি পিস্তল-গুলিসহ কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ নেওয়াজ (২৫) নামে কক্সবাজারের এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ শনিবার উপজেলার চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাহ নেওয়াজ কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে।

একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

র‍্যাব জানায়, অস্ত্রধারী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারে র‍্যাবের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে শাহ নেওয়াজকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, র‍্যাব-১১ কুমিল্লা শনিবার বিকেলে অস্ত্রসহ শাহ নেওয়াজ নামে এক যুবককে হস্তান্তর করে এবং তাঁর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হবে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে