হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর মাইজদীতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪০) নামের একজন মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে মাইজদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।

নিহত আব্দুর রহিম সিএনজিচালক ছিলেন। তিনি মাইজদী বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাইজদী চৌরাস্তার দিকে যাচ্ছিলেন ওই চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তার অটোকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

ইমদাদুল হক আরও বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত