মহেশখালীর কুহেলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মাহবুব (৩০) এর লাশ দুই দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নদীর বহনাকাটা ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই জেলে মাহবুব কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের মোহাম্মদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই নদীর দারাখালে ৩ সঙ্গীকে নিয়ে মাহবুব মাছ ধরতে যায়। পরে আবু তালেব, উকিল আহমেদ এবং আলী ফিরে এলেও মাহবুব নিখোঁজ হয়। এ ব্যাপারে পরদিন বুধবার থানায় একটি হারানো ডায়েরি করা হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
স্থানীয়রা আরও জানান, মাহবুব কয়েক বছর থেকে উত্তর নলবিলা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন।