হোম > সারা দেশ > বান্দরবান

কেএনএফ সন্দেহে রুমা ছাত্রলীগের সভাপতিসহ ৭ জন গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র ও টাকা লুটের মামলায় রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়ামসহ (৩৩) সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে রুমা সদরে যৌথ বাহিনীর অভিযানে তাঁরা গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর রাতেই ভান নুন নোয়ামকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরানের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমা উপজেলার মুনলাই পাড়ার বাসিন্দা লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), ভান মুন নোয়াম (৩৩), লাল মিন বম (৫০) এবং সদর উপজেলা লাইমি পাড়ার বাসিন্দা ভান বিয়াক বম (২৩)। 

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে রুমা সদরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এই ৭ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাঁদের পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান আদালতে তোলা হয়। 

বান্দরবান আদালতের উপপরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, সাতজন আসামিকে আদালতে তোলা হলে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

এদিকে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়। 

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত ৯টি মামলায় মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট