হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

হাতিয়ার প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক ছিল হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ। উপজেলা এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা তাওফীকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ ইউ এম ইদ্রিস। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আবু সালেহ মো. নেছার উদ্দিন, অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ বাহাউদ্দিন, অধ্যক্ষ আব্দুল গফুর, অধ্যক্ষ সুলতান আহম্মদ, সুপার আবু জাফর মুহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আ ন ম হাসান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ হাফেজ মো, আবুল কাশেম, মরহুমের দৌহিত্র সাব্বির আহমদ তাফসির, নিউমার্কেট সেক্রেটারি আলহাজ মো. আব্দুল কাদের, সুপার মাওলানা মো. ইউসুফ, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. আকবর আলী, পরিষদের সাবেক সেক্রেটারি মো. শাহাদাত হোসেন।

সঞ্চালনা করেন প্রভাষক মো. ইব্রাহিম খলিল উল্লাহ।

বক্তারা প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদানসহ জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন।

সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী