হোম > সারা দেশ > কুমিল্লা

উদ্বোধনের চার বছর পরও কমিউনিটি ক্লিনিকের দরজায় ঝুলছে তালা, সেবাবঞ্চিত গ্রামবাসী

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

নাল্লা কমিউনিটি ক্লিনিক। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে কমিউনিটি ক্লিনিকটি কার্যক্রম আজও শুরু করেনি। ২০২২ সালে নাল্লা কমিউনিটি ক্লিনিকের ভার্চুয়ালি উদ্বোধন হলেও এর কার্যক্রম শুরু না হওয়ায় এখানকার হাজারো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকটির দরজায় এখনো ঝুলছে তালা, আর ভেতরে অবস্থা বেশ করুণ। বখাটেদের আড্ডা চলছে এখানে, জানালার গ্লাস ভেঙে গেছে, পানির ট্যাংক চুরি হয়ে গেছে এবং শুরুতে বিদ্যুৎ-সংযোগ থাকলেও বর্তমানে তাও নেই। দেয়ালের প্লাস্টার ঝরঝর হয়ে যাচ্ছে এবং দেয়ালে ফাটল ধরেছে। ধুলাবালু ও মাকড়শার জালে ভরে গেছে কক্ষগুলো। এই অবস্থায়, এলাকার মানুষ চিকিৎসাসেবা পেতে প্রয়োজনীয় পদক্ষেপের আশায় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।

স্থানীয়রা জানান, কমিউনিটি ক্লিনিকটির নির্মাণকাজ ২০১৮ সালে শেষ হলেও ২০২২ সালে ভার্চুয়ালি এর উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পরও কার্যক্রম শুরু হয়নি। এতে করে এলাকার মানুষদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বয়স্ক, শিশুসহ নানা রোগে আক্রান্ত লোকজনের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই ক্লিনিকটি কার্যক্রম শুরু না হওয়ার কারণে তাদের চিকিৎসাসেবার জন্য দূরবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য অনেকটাই কষ্টকর।

এলাকার বাসিন্দারা বলছেন, এই এলাকার মানুষরা অনেক দিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি তাদের একমাত্র আশার জায়গা ছিল। তবে এটি উদ্বোধনের চার বছর পরও এর কার্যক্রম শুরু না হওয়ায় তারা হতাশ। তাঁরা আরও বলেন, এখনো পর্যন্ত ক্লিনিকটি চালু না হওয়ায়, স্থানীয়ভাবে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন কোনো ব্যক্তিকে চিকিৎসা দিতে না পারার কারণে মৃত্যু হতে পারে। এলাকার বাসিন্দারা আশা করছেন, সরকার শিগগিরই এই কমিউনিটি ক্লিনিকটি চালু করবে। এলাকার জনগণের জন্য কমিউনিটি ক্লিনিকটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সরকারের দ্রুত উদ্যোগে এটি সঠিকভাবে চালু হলে, এলাকার মানুষ তাঁদের স্বাস্থ্যসেবা পেতে পারবেন এবং বিপদের সময় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে স্থানীয় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, ‘আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, তবে আজও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকার জনগণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আমরা চাই, দ্রুত এ ক্লিনিকটি চালু হোক, যাতে এলাকার মানুষ সঠিক চিকিৎসাসেবা পেতে পারেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, ‘কমিউনিটি ক্লিনিকটি চালু করতে বেশ কিছু প্রশাসনিক জটিলতা ছিল। তবে আমরা দ্রুত এ ক্লিনিকটি সচল করার জন্য পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, শিগগিরই এ ক্লিনিকটি পূর্ণরূপে চালু হয়ে এলাকার জনগণকে সেবা দিতে সক্ষম হবে।’

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন