ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশ কেজি গাঁজাসহ মো. হাফিজ আহমেদ প্রকাশ ভূট্টু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগড়া পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজ ওই ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের আব্দুল মালেকর ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তার হাফিজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।