কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছেন সমর্থনকারীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝাগরঝুলি এলাকায় মিছিল বের করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেনন বিএনপির নেতা-কর্মীরা।
পরে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
এ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান ও কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।’