হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা, বিজিবি মোতায়েন 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করে, গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছেন সমর্থনকারীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঝাগরঝুলি এলাকায় মিছিল বের করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেনন বিএনপির নেতা-কর্মীরা। 

পরে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। 

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালাকচুয়া এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন অবরোধ সমর্থনকারীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে তাঁরা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হন। 

এ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান ও কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 
 কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার সব মহাসড়কের নিরাপত্তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।’ 

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।’

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী