নোয়াখালীর হাতিয়ায় জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। রোববার বিকেলে উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশ্রাফ মাঝির জালে এই মাছটি ধরা পড়ে।
চরবগুলা ঘাটের ব্যবসায়ী শেখ ফরিদ জানান, বিকেলে মাছটি নিয়ে ট্রলারটি ঘাটে এলে সবাই দেখতে আসে। ঘাটে অনেক মানুষ জমায়েত হয়। পরে এটি স্থানীয় এক ব্যবসায়ী ১ হাজার ৬০ টাকা কেজি মূল্যে কিনে নিয়ে যান।
আশ্রাফ মাঝি জানান, প্রতিদিনের মতো তিনি অন্য জেলেদের নিয়ে মাছ ধরতে যান। আগে থেকে নদীতে পাতা জাল তুলে কোরাল মাছটি দেখতে পান। পরে দড়ি দিয়ে বেঁধে টেনে ট্রলারে উঠিয়ে তীরে নিয়ে আসেন। বগুলা ঘাটে এনে মনির মেম্বারের গদিতে ডাকে তোলা হয়। তাতে সর্বোচ্চ মূল্য ১ হাজার ৬০ কেজি মূল্যে এক ব্যবসায়ী নিয়ে যান।