হোম > সারা দেশ > চট্টগ্রাম

অ্যাম্বুলেন্সে ইয়াবার চালান: চালক ও সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ২২ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় চালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অ্যাম্বুলেন্সচালক মো. শাহিদ সোহেল (৪৫) ও শিমুল শর্মা (২৩)। এদের মধ্যে শাহিদ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মতিয়ারপুল এবং শিমুল কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, রায় ঘোষণার সময় আসামি শিমুল শর্মা উপস্থিত ছিলেন। অন্য আসামি বিচার চলাকালীন জামিনে গিয়ে পলাতক থাকেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ভূপাল চন্দ্র পাল।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালে ৩১ আগস্ট সীতাকুণ্ড মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে আসা একটি অ্যম্বুল্যান্সে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৩৬০ ইয়াবা উদ্ধার করে র‍্যাব-৭। ওই ঘটনায় আটক হয় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহকারী। পরদিন সীতাকুণ্ড থানায় দুজনকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করে র‍্যাব।

র‍্যাবের দেওয়া এজাহারে বলা হয়, অভিযুক্তরা অ্যাম্বুলেন্সচালক ও সহকারী সেজে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনীর বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন