হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রোকসানা আক্তারকে (২৩) হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিহত নারীর বাবা নুরুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি করা হয় রোকসানার ভাসুর মোস্তফা ও তার জা স্বপ্না আক্তারকে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়া এলাকায় আনোয়ার হোসেন কিবরিয়ার বসত ঘর থেকে রোকসানা আক্তারের (২৩) মরদেহ উদ্ধার করে। এরপর এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিহতের মরদেহ উলট-পালট করে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে নিহতের মাথায় ৩টি ক্ষত চিহ্ন পরিলক্ষিত হয় এবং তা থেকে রক্ত ঝরতে দেখা যায়। গৃহবধূর মরদেহ খাটের উপড়ে পড়ে থাকার ধরন দেখে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা বলে নিশ্চিত হয় পুলিশ। 

সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য রোকসানা আক্তারের স্বামী আনোয়ার হোসেন কিবরিয়া, তার ভাসুর গোলাম মোস্তফা ও ভাসুরে স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। 

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদকালে মোস্তফা ও তার স্ত্রী স্বপ্নার কথায় ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তারা দুজনে হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেন। 

তোফায়েল আহমেদ আরও বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলায় মোস্তফা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর নিহতের স্বামী আনোয়ার হোসেন কিবরিয়াকে ছেড়ে দেওয়া হয়।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০