হোম > সারা দেশ > কুমিল্লা

মোড়ক পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি

কুমিল্লা প্রতিনিধি  

ভোক্তা অধিকারে অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় একটি বেকারিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতসহ একাধিক অনিয়ম ধরা পড়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে সদর দক্ষিণের যাত্রাপুর এলাকায় ‘রসনা বিলাস বেকারি’-তে এই অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ওই প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা