হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ভিমরুলের কামড়ে মো. তানভীর হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় শিশুটির নানার বাড়ি জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তানভীর হোসেন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর এক মাস আগে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল সে। এ সময় হঠাৎ ওই গাছে থাকা ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। পরে শিশুটিকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

তানভীরের কাকা মো. হিমেল বলেন, নানার বাড়ির আঙিনায় একটি গাছের নিচে দাঁড়ানো ছিল তানভীর। অন্য ছেলেরা খেলছিল। কে বা কারা ভিমরুলের বাসায় ঢিল ছুড়লে একঝাঁক ভিমরুল উড়ে তানভীরকে কামড়ায়। এ সময় অন্য ছেলেরা দৌড়ে পালিয়ে গেলেও তানভীর বয়সে ছোট হওয়ায় দৌড়াতে পারেনি।

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার