হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর এখনো সচল হয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়িয়ে সারা দেশে গণপরিবহন চালু হয়েছে। তবে দেশের রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এখনো সচল হয়নি। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এখনো চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কাজক্রম শুরু হয়নি।

চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন এখনো বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কাজ শুরু হয়নি। 

কর্মকর্তারা জানিয়েছেন, পণ্য আমদানি ও রপ্তানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। কিন্তু বন্দরে পণ্যবাহী পরিবহন ঢুকতে না পারলে কীভাবে কার্যক্রম চলবে? 
 
বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার অ্যাসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘট চলছে। আমাদের সম্মানজনক দাবি না মানা পর্যন্ত কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার বন্দরে প্রবেশ করবে না। দাবি না মানলে আমরা কোন পণ্যবাহী পরিবহন চালাব না।’ 

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ‘সোমবার চট্টগ্রামের ১৮টি অফডক থেকে রপ্তানির উদ্দেশে কোন পণ্য জাহাজিকরণ হয়নি। বন্দর থেকে কোন কন্টেইনার অফডকে আসেনি। তবে এমভি কালামাটি ট্রেডার ও এমভি এক্সপ্রেস লোডসী নামের দুটি জাহাজ প্রায় অর্ধেক রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ত্যাগ করেছে।’ 

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী সিএন্ডএফের এজেন্ট ও মেসার্স তাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘পণ্য পরিবহন ট্রান্সপোর্টের ধর্মঘটের কারণে বন্দর থেকে আমাদের অনেক পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না।’ 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের