হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুলঘর ধসে পড়ে ৪ শিক্ষার্থী আহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ধসে পড়ে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশের আধা পাকা ভবনে স্থানান্তর করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলটি পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ ওো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরোনো স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সব সময় আতঙ্কে থাকতেন তাঁরা। ঝুঁকিপূর্ণ এই স্কুলের বিষয়ে জানিয়ে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। অবশেষে আজকে এই ঘটনা ঘটল।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত শিশুদের উদ্ধার করা হয়। বর্তমানে চার শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কী কারণে এই টিনের চালা ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের