হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে মারধর, থানায় অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে জমি লিখে না দেওয়ায় আলী এরশাদ (১১০) নামের এক বৃদ্ধকে মারধর করেছেন ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কমলনগর থানায় ছেলে নুরনবী ও তাঁর স্ত্রী মায়া বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ করে বিচার চাইতে আসেন ওই বৃদ্ধ।

আলী এরশাদ উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামের চৌকিদারবাড়ির বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আলী এরশাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে ৷ কিছু সম্পত্তি তাঁদের ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়। নুরনবী তাঁর ভাগের জমি বিক্রি করে দেন। কয়েক বছর ধরে তিনি আবারও জমি দাবি করেন। জমি না দেওয়ায় চার-পাঁচবার মারধর করেন তাঁকে। সম্প্রতি তিনি মারধরের ঘটনায় লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার বিষয়ে জানতে পেরে নুরনবী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার সন্ধ্যায় নুরনবী ফের জমির জন্য তাঁর সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে নুরনবী ও তাঁর স্ত্রী মায়া তাকে মারধর করেন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।

বৃদ্ধের নাতি কামাল উদ্দিন বলেন, তাঁরা আমার নানাকে কিলঘুষি মেরে আহত করেছেন। লাঠি ছাড়া আমার নানা দাঁড়াতে পারেন না। উপর্যুপরি কয়েকটি কিল-ঘুষি মারতে দেখে আমি ও আমার অন্য এক মামা নানাকে তাঁদের হাত থেকে রক্ষা করি।

৫ নম্বর চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, ছেলে বাবার গায়ে হাত দেওয়া জঘন্য অপরাধ। বিষয়টা আমি জানি না, আমাকে জানানো হয়নি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগী থানায় এসেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু