হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলে অপহৃত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার রাতে। এর আগে দিনভর সাগরে যাওয়ার প্রস্তুতি নেন জেলেরা। অনেকে দেখে নেন ট্রলার ঠিকঠাক আছে কি না। কেউ আবার জালের ছেঁড়া অংশ সেলাই করেন। ছবিটি কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের খুরেরমুখ এলাকার। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলে অপহৃত হয়েছেন বলে খবর মিলেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ঠেঙ্গারচর এলাকায় বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় এই ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন। জেলেদের মুক্তির জন্য অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে স্বজনদের দাবি।

অপহরণের শিকার ট্রলারের মালিক নূর সোলেমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। মঙ্গলবার সকালে তিনিসহ ওই এলাকার ১১ জন হাতিয়ার টাংকির ঘাট থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন।

নূর সোলেমানের ভাই মো. হানিফ আজকের পত্রিকাকে বলেন, মাছ ধরার সময় তাঁর ভাই ও ট্রলারের মাঝি মো. মুজিবসহ ১১ জন অপহৃত হয়েছেন। অপহরণকারীরা গতকাল টাংকির ঘাটের এক আড়তদারের মোবাইলে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এরপর আর তাঁর ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি।

হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, গতকাল সন্ধ্যায় তিনি বিষয়টি জানতে পেরেছেন। এরপর তাঁদের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। কিন্তু অপহরণকারীরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করায় তাঁরা ধরতে পারেননি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক