চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের কয়েদিবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ ও কয়েদিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর। তিনি আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম কারাগার থেকে বিভিন্ন বয়সের ২২ জন কিশোর অপরাধীকে মারসা পরিবহনের একটি বাসে করে গাজীপুরের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল।
দুর্ঘটনা-পরবর্তী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান জব্দ করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।