হোম > অপরাধ > চট্টগ্রাম

এক বছরের সাজা এড়াতে ৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের গাছ চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন নাছির উদ্দিন ওরফে বাইট্টা নাছির (৩০)। সাজার ভয়ে ছয় বছর পালিয়ে ছিলেন তিনি। অবশেষে আজ শনিবার ভোরে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাজাপ্রাপ্ত নাছির ওই গ্রামের মৃত ইসহাক আহমদের ছেলে। 

থানা-পুলিশ জানান, ২০১৮ সালে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করার অভিযোগে নাছিরের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বন বিভাগ। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন তিনি। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত নাছিরকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ। কিন্তু তাঁকে খোঁজ পাওয়া যায়নি। তিনি রাতে এলাকায় থাকতেন এবং ভোরে বের হয়ে যেত। 

ওসি আরও বলেন, দীর্ঘ ছয় বছর পর আজ ভোরে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল