হোম > সারা দেশ > নোয়াখালী

নিষেধাজ্ঞার মধ্যেও মাছ শিকার, হাতিয়ায় ২৯ জেলে আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করেছে মৎস্য অফিসের কর্মকর্তারা। এ সময় জালসহ দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। 

আজ রোববার সন্ধ্যায় আটক জেলেদের ২৭ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায়। 

এর আগে আজ রোববার বিকেলে নিঝুম দ্বীপের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব ট্রলার জব্দ করা হয়। 

উপজেলা মৎস্য অফিস জানায়, প্রতিদিনের মতো উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী নেতৃত্বে নিঝুম দ্বীপ নৌ-পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় নদীতে মাছ শিকার করা অবস্থায় দুটি ট্রলার জব্দ করা হয়। 

এ সময় ট্রলারে থাকা ২৯ জেলে সবাইকে আটক করে তমরদ্দি ঘাটে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি মৎস্য অফিসের অধীনে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন। 

ইউএনও সুরাইয়া আক্তার লাকী জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলার দুটি নিঝুম দ্বীপ চেয়ারম্যানের কাছে জিম্মা দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে। 

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করে আসছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার