হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মতলব দক্ষিণে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়াধারি গ্রামের এ বিক্ষোভ মিছিল হয়।

মানববন্ধনে এলাকাবাসী ‘রাস্তা চাই রাস্তা চাই’ স্লোগান দেন। এ সময় তাঁরা হাসপাতালে যেতে নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। দীর্ঘ ৪০ বছরের যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে নষ্ট করার প্রতিবাদ জানান। এ সময় তাঁরা দেড় কিলোমিটারের রাস্তাটি ঘোড়াধারি ঈদগাহ মাঠ থেকে খান বাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান।

এলাকার বাসিন্দা শওকত তালুকদার এই বিষয়ে বলেন, ‘৪ দিন আগে রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা কারা। তবে এলাকার হুমায়ন হাজী, আলমগীর হাজী ও নাছির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ। আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিল্লাল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে। হঠাৎ রাতে রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুপক্ষের সম্পত্তি মেপে রাস্তার কাজ ধরা হয়েছিল।’

হুমায়ন হাজী এই বিষয়ে বলেন, ‘এখানে রাস্তা ছিল না। এটি আমার খরিদকৃত সম্পত্তি। আমি থানায় অভিযোগ করেছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কেটে আবারও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গর্তটি ভরাট করে রাস্তার বাকি কাজ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি