হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় উপজেলার মাছিমপুর গ্রামের লিল মিয়া মেম্বারের বাড়িতে এ হত্যাচেষ্টা চালানো হয় বলে জানা গেছে।

আহত যুবক আবুল কালাম মাছিমপুর গ্রামের মনির হোসেন মাস্টারের ছেলে আবুল কালাম (৩২)।

আহত যুবক আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার রাতে আমি লিল মিয়া মেম্বারের বাড়ির সামনে বালু ভরাটের কাজ দেখাশোনা করছিলাম। এমন সময় হঠাৎ করে জয়, টুটুল, ফারুক ও আবদুল্লাহ এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে হত্যার চেষ্টা করে এবং হাত ও মাজায় রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।’

কী কারণে হামলা করছে জানতে চাইলে, আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘তারা এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। সেই জের ধরে গতকাল আমাকে হত্যার চেষ্টা করেছে তারা।’

এ বিষয়ে অভিযুক্ত যুবক জয়ের মা চম্পা বেগম বলেন, ‘আমার ছেলে এ ঘটনার সঙ্গে জড়িত না। শুধু শুধু আমার ছেলের নাম বলছে।’

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জালাল উদ্দিন বলেন, রাতে আবুল কালাম নামের একজন মারামারির রোগী আসছিল। আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নিয়েছি।’

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, মাছিমপুরে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম-৪ আসন: প্রার্থী ৯ জন, লড়াই দুজনের

চট্টগ্রাম বন্দর: সতর্কবার্তার পরও শ্রমিকের কর্মবিরতি

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর নাবিক নিহত, আরেকজন আহত

সরকারি কাজের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বৃদ্ধ নিখোঁজ, ১২ দিনেও মেলেনি সন্ধান

রাউজানে নলকূপের গর্তে পড়া শিশুটি উদ্ধার হলেও বাঁচানো গেল না

এবার রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু

‘বাংলার নবযাত্রা’ জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিল বিএসসি

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থীসহ নিহত ২

চট্টগ্রামে ৯ বছর আগে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আ.লীগের ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন