হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রবাসীকে হত্যার ২২ বছর পর রায়, বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ২২ বছর পর লোহাগাড়ায় প্রবাসী নুরুল কবির হত্যা মামলায় নুরু ইসলাম ও তাঁর ৩ ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই মামলার রায়ে আদালত দুই আসামিকে খালাস দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরু ইসলাম ও তার তিন ছেলে ওসমান গণি, সারওয়ার কামাল, আব্বাস উদ্দীন।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী জানান, এই মামলায় আসামি নুরু ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে নাছিমা আক্তারকে খালাস দিয়েছেন আদালত। বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালে ৬ ডিসেম্বর অর্থ সংক্রান্ত বিরোধের জেরে নুরুল কবিরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে অভিযুক্তরা। ওই ঘটনায় নিহত নুরুল কবিরের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০২ সালে ওই ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০৩ সালে ১৩ জানুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে বিচার শুরু হয়। এই মামলায় মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু