হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ছাদ থেকে পড়ে গিয়ে মনসুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। আজ শনিবার দুপুরে ইপিজেড থানাধীন নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিল নামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মনসুর ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর করিম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগের বিষয়টি ঠিক নয়। 

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দপুরে তিনি পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ছাদে উঠেছিলেন। পরে দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান। ওসি বলেন, হাসপাতালে মৃত্যুর পর ওখানকার পুলিশের কাছ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জেনে সেখানে গিয়ে ইপিজেড থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

হাসপাতালে থাকা নিহতের ছেলে আল আমিন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে বাবার মৃত্যুর বিষয়টি ঠিক না। আপনারা পুলিশের সাথে কথা বলেন। 

এর আগে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে মনসুর আলমকে হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় একটি সূত্র জানায়, বিভিন্নজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মনসুরকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। ঘটনার দিন পুলিশ রহিমা মঞ্জিল ভবনটি ঘেরাও করলে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু