হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেডে ছাদ থেকে পড়ে গিয়ে মনসুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। আজ শনিবার দুপুরে ইপিজেড থানাধীন নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিল নামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মনসুর ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর করিম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগের বিষয়টি ঠিক নয়। 

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দপুরে তিনি পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ছাদে উঠেছিলেন। পরে দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান। ওসি বলেন, হাসপাতালে মৃত্যুর পর ওখানকার পুলিশের কাছ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জেনে সেখানে গিয়ে ইপিজেড থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

হাসপাতালে থাকা নিহতের ছেলে আল আমিন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে বাবার মৃত্যুর বিষয়টি ঠিক না। আপনারা পুলিশের সাথে কথা বলেন। 

এর আগে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে মনসুর আলমকে হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় একটি সূত্র জানায়, বিভিন্নজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মনসুরকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। ঘটনার দিন পুলিশ রহিমা মঞ্জিল ভবনটি ঘেরাও করলে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি