হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে ডাকাতের হামলায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি  

নিহত রফিক মিয়ার স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় রফিক মিয়া (৩৮) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।

রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত আক্রমণ করে। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করেন। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতের দল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও ওই সময় রফিককে খুঁজে পাননি গ্রামবাসী।

আজ রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহতের বাবা হাবু মিয়া বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে আমার ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে আমার ছেলেসহ বাড়ি থেকে বের হই। ডাকাত চলে গেলে সবাই বাড়ি ফিরলেও আমার ছেলে আর রাতে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে বেগুনখেতে আমার ছেলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের