হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-নোয়াখালী সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় অমিত হাসান (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে চাটখিল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাওন ও মিলন নামের আরও দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা দুজন একই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে অমিত, শাওন ও মিলন মোটরসাইকেল যোগে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘জননী সার্ভিস’ এর একটি যাত্রীবাহী বাস থানার সামনের সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে অমিত নিহত ও অপর দুজন আহত হয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির