হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-নোয়াখালী সড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় অমিত হাসান (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে চাটখিল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাওন ও মিলন নামের আরও দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা দুজন একই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে অমিত, শাওন ও মিলন মোটরসাইকেল যোগে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘জননী সার্ভিস’ এর একটি যাত্রীবাহী বাস থানার সামনের সড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে অমিত নিহত ও অপর দুজন আহত হয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত